গোকর্ণ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গোকর্ণ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

গোকর্ণ ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ৭ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত একটি স্থান।

গোকর্ণ ঘাটের নামকরণ ও ইতিহাস

১৮৬৪ সালে ইংরেজ পিট ও ক্লে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছিলেন নৌকা কিরে। চার দিন পর নৌকা ভিড়লো গোকূলে। গোকূল থেকে গোকর্ণ >গোফন বা গোপন নাম হয়েছে। পিটের ডাইরিতে লিখা গোকূল। উল্লেখ্য, মাথুরার পূর্ব ও দক্ষিণ কোণে যমুনার তীরবর্তী স্থান গোকূল। বৈষ্ণবদের কাছে এই স্থান কৃষ্ণলীলাক্ষেত্র। গোপন ঘাটের জেলেদের মধ্যে বৈষ্ণব ভক্ত আছেন। অতীতে কৃষ্ণভক্তরা এ নামকরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ-পশ্চিম কোণে এই গোকর্ণ ঘাট অবস্থিত। অনেকের কাছে দেখতে এই গোকর্ণ ঘাট গরুর কানের মতো।