গুহপাড়া গ্রাম বজ্রযোগিনী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গুহপাড়া গ্রাম বজ্রযোগিনী ইউনিয়ন

গুহপাড়া অত্যান্ত প্রাচীনএকটা গ্রাম। এক সময় এখানে গুহদের জমিদারি ছিলো, তাদের বংশ অনুসারেই এই গ্রামের নাম গুহ পাড়া।পশ্চিমে পুকুর পাড়া,পুড়হিত পাড়া,ধামদ।দক্ষিনে চূড়াইন।পূর্বদিকে নাহাপাড়া এবং উত্তরে সোমপাড়া অবোস্থিত।মুন্সীগঞ্জ জেলার ২য় প্রাচীন তম স্কুল এই গ্রামে অবোস্থি বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, স্থাপিত -১৮৮৩ সাল। জমিদার গুহ বংশের দু ভাই জয় কিশোর গুহ এবং কালি কিশোর গুহ এই স্কুল প্রতিষ্ঠান করেন।

এই গ্রামেই জন্ম গ্রহন করেন উপমহাদেশের শ্রেষ্ঠ গণিতবিদ  সোমেশ ঘোষ।  বাংলাদেশের মহাপুরুষ, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় মহাপুরুষ শ্রী জ্ঞান অতীশ দ্বীপঙ্কর এই গুহপাড়া এবং সোম পাড়া গ্রামের সীমান্তবর্তী অংশেই জন্ম গ্রহণ করেন। এই গ্রামে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাজার -ববজ্রযোগিনী বাজার (এখন প্রায় বিলুপ্) এ গ্রামেই অবোস্থি। এই গ্রামে একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল,দুটা মসজিদ এবং একটা প্রাচীন মন্দির আছে। এই গ্রামের মানুষ বেশির ভাগ কৃষি নির্ভর, আলু,করলা,কুমড়ো শিম, ঝিংগা প্রধান সবজি।