গাজীপুর গ্রাম ঘোনা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গাজীপুর গ্রাম ঘোনা ইউনিয়ন

আমাদের গ্রাম গাজীপুর । এটি সাতক্ষীরা সদর এর ঘোনা ইউনিয়ন এর একটি গ্রাম। এটি বাংলাদেশ এর একটি সীমান্তবর্তি গ্রাম। আমাদের গ্রাম এ একটা বড় বিল আছে যার নাম দাঁতভাঙ্গা বিল।এই বিল এর অর্ধেক টা ইন্ডিয়ার ভিতরে। আর আমাদের গ্রাম এ একটা বি জি বি ক্যাম্প আছে। বাংলাদেশ এর দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর ভোমরা স্থলবন্দর এর পাশের গ্রাম গাজীপুর।

আমাদের গ্রাম কে আমি খুব ভালোবাসি।আমি এই গ্রাম এ জন্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করি।আমাদের গ্রাম এর অধিাংশই কৃষি কাজ ও মাছ চাষ করে জীবনযাপন করে। সাতক্ষীরার গলদা চিংড়ি যা কিনা white gold নামে সারা পৃথবীতেই নামকরা । সেই white gold আমাদের গ্রাম এ প্রচুর উৎপাদন হয়। আর আমাদের ঐখান থেকে ইন্ডিয়া সীমান্ত দেখা যায়।আমাদের গ্রাম এ আসার জন্য সবাই কে আমন্ত্রণ জানালাম।

অমল সরকার

পিতা: নীলকান্ত সরকার

মোবাইল:01776126828