গাছানী গ্রাম বাঁশবাড়ীয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গাছানী গ্রাম বাঁশবাড়ীয়া ইউনিয়ন

  • নাম: গছানী
  • ইউনিয়ন: বাঁশবাড়ীয়া
  • উপজেলা:দশমিনা
  • জেলা: পটুয়াখালি
  • বিভাগ: বরিশাল

গাছানীকে বলা হয় বাঁশবাড়ীয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র। এ গ্রামের ইতিহাস বেশ পুরনো।এর দক্ষিণে রয়েছে দশমিনা উপজেলা ও ঢনঢনিয়া গ্রাম,পূর্বে বাঁশবাড়ীয়া গ্রাম,উত্তরে বাঁশবাড়ীয়া ও দক্ষিণ দাসপাড়া ,পশ্চিমে চর হোসনাবাদ। 

বাঁশবাড়ীয়া ইউনিয়ন এর ইউনিয়ন কার্যালয়ও এই গ্রামে অবস্থিত।স্থানীয় ভাবে সবথেকে বড় বাজারও এই গ্রামেই অবস্থিত।গ্রামের বেশিরভাগ মানুষই মুসলিম। অল্পসংখ্যক হিন্দু পরিবারও বসবাস করছেন এই গ্রামে। তবে এখানকার হিন্দু ও মুসলিমরা সহবস্থান আছে।কোনো ধরনের সম্প্রদায়ইক দাঙ্গার ঘটনা ঘটে নাই।এলাকার বেশিরভাগ মানুষই কৃষি নির্ভরশীল।তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মানুষজন কৃষিকাজ ছেড়ে পাড়ি জমাচ্ছে শহরের দিকে।কিছু ক্ষুদ্র শিল্পও গড়ে উঠেছে এখানে।

এখানকার গাছানী মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম রয়েছে আশপাশের বেশ কয়েটি এলাকায়।তাছাড়া দশমিনা উপজেলার সুনামধন্য কলেজ সরকারি আ.রশিদ তালুদার কলেজও এই গ্রামেই অবস্থিত।

ক্রীড়া অঙ্গনেও বেশ সক্রিয় এই এলাকার মানুষ।ফুটবলের পাশাপাশি ক্রিকেটও বেশ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এই এলাকার মানুষের মনে।প্রতি বছরই বিভিন্ন ধরনের টুনার্মেন্টের আয়োজন করেন এই এলাকার যুব সমাজ।যমুনা ক্রিয়া সংগঠন নামের একটা স্থানীয় ক্লাবও আছে এই এলাকায়।সমাজসেবা ও ক্রিয়া সম্পর্কিত কাজে এরা বেশ সক্রিয়।

সর্বোপরি এই এলাকার মানুষ বেশ সহজ সরল।জীবন যাত্রার মান মধ্যম শ্রেণীর।জীবন যাপনের জন্য ভালো একটা গ্রাম

সামাজিক প্রতষ্ঠান

  • কলেজ:১ টি
  • মাধ্যমিক বিদ্যালয়:২টি
  • প্রাথমিক বিদ্যালয়:৫টি
  • মাদ্রাসা:২