খুলিয়ারচর গ্রাম ভাংনামারী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

খুলিয়ারচর গ্রাম ভাংনামারী ইউনিয়ন

খুলিয়ারচর গ্রাম,৯নংভাংনামারি ইউনিয়ন এর ৪ নং  ওয়ারড এ অবস্থিত। এই গ্রামটি  ময়মনসিংহ বিভাগের পুরাতন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ দিকে বারুয়ামারী এবং খেলার আলগী গ্রামের মাঝে অবস্থিত এবং এটি গৌরীপুর উপজেলায় অবস্থিত। এই গ্রামে রয়েছে গৌরীপুরের অন্যতম ঐতিহাসিক বিদ্যাপীঠ বারুয়ামারী  উচ্চ বিদ্যালয়। যেখান থেকে শিক্ষা নিয়ে গ্রামের প্রথম BCS ক্যাডার  প্রফেসর হয়েছেন হাবিবুর রহমান তালুকদার। যিনি গফরগাঁও সরকারি কলেজ এ কর্মরত। এছাড়া অনেকে বিভিন্ন সরকারি চাকরি করছেন।  মানুষ হিসেবে অনেক সভ্য।

এই গ্রামের মানুষদের প্রধান জীবিকা হল কৃষিকাজ। বিশেষ করে ধান উৎপাদনে  গৌরীপুর উপজেলায়  অনেক শীর্ষে রয়েছে। এই গ্রামের শিক্ষার হার অনেক।এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প।এই গ্রামে বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্প কাজ করছে।যেমন গ্রামীণ ব্যাংক, কেয়ার বাংলাদেশ, ব্রাক ইত্যাদি।