খাজনাগড়া গ্রাম লক্ষিন্দর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

খাজনাগড়া গ্রাম লক্ষিন্দর ইউনিয়ন

খাজনাগড়া গ্রামটি পূর্ব ঘাটাইলের পাহাড়ি অঞ্চলের সবুজ অরন্যে ঘেরা একটি গ্রাম।  এই গ্রামের উত্তরে চারিয়া বাইদ, দক্ষিণে বাসাবাইদ ও হারং চালা,  পূর্বে ফটিয়ামারি ও পশ্চিমে সাপ্টারবাইদ গ্রাম। কৃষি নির্ভর এই গ্রামের রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ ।  এই গ্রামে চারটি  জামে মসজিদ,  একটি প্রাথমিক বিদ্যালয়, একটি ঈদহ ও একটি মাদ্রাসা রয়েছে।

এই গ্রামের কয়েকজন বীরমুক্তিযোদ্ধা  ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন, তারা হলেন

  • বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম ( চেয়ারম্যান),
  • বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন,
  • বীর মুক্তিযোদ্ধা  জনাব আঃ বাছেদ মাষ্টার,
  • বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ গফুর, 
  • বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মিয়া,
  • বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ রহমান,
  • বীর মুক্তিযোদ্ধা জনাব পচু মিয়া,
  • বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ ছাওার প্রমূখ