কালিনগর গ্রাম কায়েমপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কালিনগর গ্রাম কায়েমপুর ইউনিয়ন

আমাদের গ্রামের নাম কালিনগর। এটি কাইমপুর ইউনিয়নের মইনপুর ওয়ার্ডে অবস্থিত। আমাদের গ্রামটি কসবা উপজেলার সর্বদক্ষিণ পশ্চিমে  সালদা নদীর তীরে অবস্থিত।  আমাদের গ্রামের পূর্বে  কাইমপুর গ্রাম উওরে ঝিকরা গ্রাম আর উওর ও উওর পশ্চিম কর্ণারে রয়েছে ব্রাক্ষণপাড়া থানাধীন দধিখলা গ্রাম এবং সর্ব  পশ্চিম এ রয়েছে একই থানাধীন জামতলী গ্রামের অবস্থান। আমাদের গ্রামটিকে একটি ক্ষুদ্র পাড়া কিংবা মহল্লা ও বলা চলে।

আমাদের গ্রামের প্রায় ৯৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজ এই এলাকার আয়ের প্রধান উৎস হলেও বর্তমানে বৈদেশিক মুদ্রা এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করে চলছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের গ্রামে শিক্ষার হার অনেক কম। কিন্তুু বর্তমানে শিক্ষার হার দিন দিন বেড়েই চলছে। আমাদের গ্রামে একটি জামে মসজিদ রয়েছে ।  এই গ্রামে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদের গ্রামে কোন দর্শনীয় স্থান না থাকলেও গ্রামের প্রকৃতিক দৃশ্য আর গ্রামের কোল ঘেষা আঁকাবাঁকা ছোট নদী মানুষকে মুগ্ধ করে তুলে।