কালিকাপুর গ্রাম দূর্গাপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কালিকাপুর গ্রাম দূর্গাপুর ইউনিয়ন

দূর্গাপুর সদর থেকে প্রায় ১০ কি.মি  উত্তর-পূর্বে কালিকাপুর গ্রাম অবস্থিত।এটি ২ নং দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ।কালিকাপুর গ্রামের পশ্চিমে রয়েছে লক্ষীপুর  গ্রাম, পূর্বে ভরতপুর,উত্তরে গাজীপুর গ্রাম ও দক্ষিনে সোমেস্বরী নদীর আত্রাখালী অংশের শাখা ।এই গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে ভারত থেকে আসা দৃষ্টিনন্দন পাহাড়ি ঝরণা। এই গ্রামের ৯৯.৮৭% জনগোষ্ঠীর ধর্ম ইসলাম।এখানে ২-৩ টি হাজং উপজাতি পরিবারের  বসবাস রয়েছে। পাহাড়ের সান্নিধ্যেে থাকা এই গ্রামটির  প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে।    

গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম:-

  • কালিকাপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়।
  • কালিকাপুর কেন্দ্রীয় মাদ্রাসা

গ্রামে মুসলমানদের জন্য ৩ টি মসজিদ রয়েছে।

কৃষি প্রধান গ্রাম হলেও এই গ্রাম উপজেলার মধ্যে শিক্ষার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে।এই গ্রামের অনেক অধিকাংশ ছাত্রছাত্রী দেশের নামকরা সব বিদ্যাপিঠে পড়াশোনা করছে।গ্রামে ছাত্রছাত্রীর উদ্যোগে “কালিকাপুর যুব উন্নয়ন সংঘ”  নামে ৫০ জনের একটি কল্যানমূলক সংঘটন রয়েছে।

( সংযোজন চলমান)