কালিকাপুর গ্রাম আখাউড়া দক্ষিণ ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কালিকাপুর গ্রাম আখাউড়া দক্ষিণ ইউনিয়ন

কালিকাপুর গ্রামের নামকরণ : কসবা রেলস্টেশন , পশ্চিম – দক্ষিণের গ্রাম ও ধর্মসাগর নিয়ে না অবস্থিত । আর রেলস্টেশনের পূর্বে কালিবাড়ি যা বর্তমান ভারতে অবস্থিত । কমলা সাগরের পূর্বপাড়ের কালীমূর্তিটি কসবার কালীমূর্তি । শ্রীহট্ট জেলার উপরিভাগ হবিগঞ্জে কাসিমপুর পরগনার মধ্যবর্তী , ধৰ্ম্মসর ‘ নামক গ্রামনিবাসী জনৈক ব্রাহ্মণের গৃহে পূর্বে দেবী মূর্তিটি ছিল , ( ত্রিপুরার স্মৃতি – সমরেন্দ্রচন্দ্র দেববর্মা , পৃ . ৫৮ ) । মহারাজ কল্যাণমাণিক্য রাজত্বকালে ( ১৬২৬ – ১৬৬০ খ্রিঃ) । কৈলারগড় দুর্গে কালীমূর্তী স্থাপন করেন । তাই এ এলাকার নাম কালী থেকে কালিকাপুর ।