কালগড়া গ্রাম রসুল্লাবাদ ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কালগড়া গ্রাম রসুল্লাবাদ ইউনিয়ন

নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের একটি গ্রাম কালগড়া । কালগড়া গ্রামের নামটি মানচিত্রে কালগড়া লিখিত । আবার কোনাে কোনাে স্থানে কালঘড়া লিখিত । সে যা – ই হউক । এই গ্রামের নামকরণটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হয় । এই গ্রামের আব্দুল খালেক মুন্সি – এর পিতা নাজিরুজ্জামান ও জনৈক বাবুল মিয়া কর্তৃক জানা যায় যে , এই স্থানটি যখন ইংরেজরা ছেড়ে যাওয়ার মনস্থ করেন । তখন এই অঞ্চলটির নামকরণের প্রয়ােজনীয় লটির নামকরণের প্রয়ােজনীয়তা বােধ করেন । এর মধ্যে একজন ব্রিটিশ বলে ওঠেন আমরা যেহেতু আগামীকাল ঘােড়া দিয়ে এ স্থান ত্যাগ করব , অতএব স্থানটির নাম হউক কালঘােড়া । এই কালঘােড়া পরবর্তী সময়ে জনসাধারণের মুখে কালঘড়ায় গিয়ে স্থান পায় । এভাবে এই স্থানের নামটি সূত্রপাত হয় । অবশ্য এ নিয়ে আরও গবেষণার প্রয়ােজন আছে বলে মনে হয়