একনজরে কায়েমপুর ইউনিয়ন

কায়েমপুর ইউনিয়ন
কায়েমপুর ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৯নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ।  
কসবা উপজেলার দক্ষিণ দিকে কায়েমপুর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন , উত্তর-পশ্চিম দিকে কুটি ইউনিয়ন ,সর্ব পশ্চিম দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন ও চান্দলা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিম দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন , দক্ষিণ-পূর্ব দিকে বায়েক ইউনিয়ন  এবং পূর্ব দিকে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ।

  • পানিয়ারূপ
  • নোয়াগাঁও
  • লক্ষিপুর
  • জাজিসার
  • চকবস্তা
  • গঙ্গানগর
  • ওমরপুর
  • কলতা
  • খোড়াইশার
  • নাখাউড়া
  • রাজবলশ্নভপুর
  • চাটুয়াখলা
  • দক্ষিণ চকবস্তা
  • রাউৎখলা
  • শ্রীপুর
  • কায়েমপুর পশ্চিম
  • মন্দভাগ
  • জগন্নাথপুর
  • নোয়াপাড়া
  • মইনপুর পশ্চিম
  • ঝিকড়া
  • কালিনগর
  • মাইনপুর পূর্ব
  • গ্রিরিশনগর
  • কামালপুর
  • গোবিন্দপুর

কায়েমপুর ইউনিয়নের নামকরণ : কায়েম ‘ অর্থ পত্তন বা বাস্তবায়ন । কসবা থেকে দক্ষিণে কৈখলা পর্যন্ত বিস্তৃত জনপদ হলাে মােগল – ত্রিপুরিদের যুদ্ধক্ষেত্র ষােড়শ শতাব্দীর বহু বড় বড় দিঘি কসবা , কায়েমপুর অঞ্চলে দেখা যায় । কারাে কারাে মতে , মােঘলদের সঙ্গে ত্রিপুরীরা যুদ্ধে হেরে যায় ।মােগলরা এখানে গ্রাম পত্তন করেন । এ থেকে কায়েমপুর নামকরণ হয় । অন্য মতে , কাইমপুর গ্রাম এ অঞ্চলে সর্বপ্রথম গ্রামের পত্তন বা বাস্তবায়ন হয় । গ্রামের আদি নিবাসীই তা পত্তন করেন । এ থেকে কাইমপুর নামকরণ হয় । এ মতটি বেশি গ্রহণযােগ্য ।