কামালপুর গ্রাম দামপাড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কামালপুর গ্রাম দামপাড়া ইউনিয়ন

নিকলী হাওরের কূলঘেঁষে অবস্থান আমাদের সবুজ শ্যামল গ্রাম কামালপুর । গ্রামের অর্থনৈতিক অবস্থা অনেকটা কৃষি নির্ভর ।শুষ্ক মৌসুমে ধান পাট,আলু পেয়াজ সহ আরও নানান ধরনের সবজিও চাষ করা হয়। একসময় এখানে পাটের খুব জনপ্রিয়তা ছিলো।এটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের  ৯নং ওয়ার্ড।কথিত আছে কামাল শাহ র. নামে এই গ্রামের নামকরণ করা হয়, এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, একটি খাদ্য গুদাম, একটি গণ পাঠাগার   রয়েছে।এখানে রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে বিস্তৃত হাওর। বর্ষা মৌসুমে অনেক দর্শনার্থী আসে হাওরের এই সৌন্দর্য দেখতে।এখানে আরও দেশীয় মাছের এক অপার ভান্ডা। আমাদের গ্রামটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত মেঘনা নদীর সাথে মিশেছে।