কামালপুর গ্রাম কায়েমপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কামালপুর গ্রাম কায়েমপুর ইউনিয়ন

কামালপুর মুসলিম অধ্যুষিত গ্রাম আর মঈনপুর হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল। মঈনপুরের চৌধুরী, সেনরা খুবই প্রভাবশালী ছিল আর কামালপুরে মুসলমানরা। কারাে কারাে ধারণা, কামাল উদ্দিন ও মঈন উদ্দিন নামে সহােদর দুই ভাই অথবা প্রভাবশালী মুসলমান তালুকদার তাদের নামে দুটি গ্রামের নামকরণ করা হয়। অনেকের ধারণা হিন্দু অধ্যুষিত এ অঞ্চলে মােগল সেনাবিভাগের দুজন প্রভাবশালী ব্যক্তি তারা হতে পারেন। তবে এ ব্যাপারে সঠিক কোনাে তথ্য পাওয়া যায়নি।