কাফুলাবাড়ি গ্রাম রামশীল ইউনিয়ন

কাফুলাবাড়ি গ্রাম রামশীল ইউনিয়ন

কাফুলাবাড়ি গ্রাম ৩ নং রামশীল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে অবস্থিত। এর পূর্বে মুশুরিয়া, জহরের কান্দি; দক্ষিণে জহরের কান্দি, বান্ধাবাড়ি,হাসুয়া; পশ্চিমে নারিকেল বাড়ি এবং উত্তরে ভুতের বাড়ি গ্রাম অবস্থিত।

গ্রামের বেশির ভাগ লোকের প্রধান পেশা কৃষি। ধান এবং মেস্তা পাট প্রধান ফসল।বেশির ভাগ জমি নিচু।বর্ষাকালে প্লাবিত থাকে। প্রচুর শাপলা ফুল ফোঁটে।লাল, সাদা, নীল বাহারি রং।নানারকম মাছ পাওয়া যায়। উল্লেখযোগ্য হল কই,শিং,শোল,পুঁটি, খলিশা,ভেলিশা,টেংরা, বাইম,কুইচ্চা ইত্যাদি। গ্রামে তিনটি প্রাথমিক বিদ্যালয় আছে।

গ্রামের বেশির ভাগ লোক মধু বংশের। এছাড়া রায়,বাড়ৈ,দাস, ঢালী,কাজী প্রভৃতি বংশের লোক বাস করেন। এখানকার লোক শান্তিপ্রিয়। গ্রামের নামকরা ব্যক্তিরা হলেন শশিভূষণ মধু, কালিপদ মধু,সুকুমার মধু,বনোজ মধু,সুভাষ রায়,বালক বাড়ৈ। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে ভাঙারহাট-রামশীল খাল। গ্রামে লোকনাথ সেবাশ্রম নামে একটি নাট মন্দির ও একটি মসজিদ আছে।

IMG 20200911 103331 5c9331ed