কাদিরকোল গ্রাম সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন
কাদিরকোল গ্রামটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর -দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড। গ্রামটি আয়তনে খুবই ছোট্ট,উত্তর দক্ষিণে প্রায় ২ কিলোমিটার প্রশস্ত এবং পুর্ব পশ্চিমে ১ কিলোমিটার প্রশস্ত।
এইগ্রামের প্রতিষ্ঠানগুলো হলোঃএখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে,একটি দাখিল মাদ্রাসা আছে,দুইটি ইসলামিক ফাউন্ডেশন আছে,একটি ছোট্ট বাজার আছে এবং ৪ টি মসজিদ আছে।
এই গ্রামের নামকরণ করা হয় এক শক্তিশালী ব্যাক্তির নামানুসারে, সে ছিল খুবই শক্তিশালী, আর কাদির শব্দের অর্থ ও শক্তিমান এজন্য গ্রামটির নাম কাদিরকোল রাখা হয়।
এইগ্রামে অনেক মনীষীর জন্ম হয়েছে,যারা ইতিহাসের ভূগর্ভে হারিয়ে গেছেন,অনেকে এখনো মানুষের মনে গেঁথে আছেন,তাদের ভিতরে আছেন অনেক রাজনৈতিক নেতা,শিক্ষক, শিক্ষিকা, আলেম,মুক্তিযোদ্ধা,পীর দরবেশও।এই এলাকায় একজন ফটিক শাহ নামে দরবেশ ছিলেন,যার মাজার রয়েছে।
এইগ্রামে অনেক স্বদেশপ্রেমী মানুষ দেখা যায়,যারা তাদের দেশের জন্য গ্রামের জন্য কাজ করে,যেকোনো প্রয়োজনীয় কাজে মানুষ এই প্রকৃতি প্রেমী,গ্রাম প্রেমী মানুষের নিকট কল করতে পারে,নাম মোঃসাইফ উদ্দি,, মোবাইলঃ০১৩২১৯৫১৯৫৫
এইগ্রামের উল্লেখযোগ্য দিক হলো এখানে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয়।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…