কসবার আদিনাম কৈলারগড়

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কসবার আদিনাম কৈলারগড়

কসবার আদিনাম কৈলারগড় । কারাে কারাে ধারণা , কিল্লাগড় থেকে কৈলারগড় নামকরণ করা হয়েছে । মহারাজ কল্যাণ মাণিক্য এর রাজত্বকাল ১৬২৬ ১৬৬০ সাল । কসবা রেলস্টেশনের পূর্বে একটি দুর্গ স্থাপন করেন । এ দুর্গে তিনি কালীমূর্তি স্থাপন করেন বলেই কৈলারগড় হয়েছে । সবচেয়ে গ্রহণযােগ্য মত । হলাে — ‘ কল্যাণ মাণিক্যের নামানুসারে দুর্গটি ‘ কল্যাণগড় ‘ এবং জনপদ ও তদনুরূপ আখ্যা প্রাপ্ত হইয়া থাকা সম্ভব । কালক্রমে ‘ কল্যাণগড় শব্দ অপভ্রংশ হইয়া কৈলারগড় রূপে পরিণত হইয়া থাকিবে । ( ত্রিপুরা স্মৃতি – সমরেন্দ্রচন্দ্র দেববৰ্ম্মা – ১৯৯৯ , পৃ . ৫৯ ) ।

প্রবাদ আছে , হিউং , বিউং , কৈলারগড় এ তিনে নূরনগর । | নূরনগর : কৈলারগড় নামের পরে রাখা হয় নূরনগর । ১৬১৮ সালে মােঘল সেনাপতি মির্জা নূরউল্লাহ খা ( বেগ ) উদয়পুর রাজধানী দখল করে ত্রিপুরিদের বিতাড়িত করে । ১৬২৩ সালে তার নামে নূরনগর পরগনা নামকরণ করেন । তদানীন্তন মােঘল শাসনকর্তা হিউং , বিউং ও কৈলারগড় নামক প্রদেশত্রয়কে সম্মিলিত করে স্বীয় নামানুসারে ‘ নূরনগর পরগনা ‘ গঠন করেন । ( রাজমালা – কৈলাসচন্দ্র সিংহ , পারুল প্রকাশনী – ২০০৯ , পৃ . ৪৪১ ) ।