একনজরে রামরাইল ইউনিয়ন

রামরাইল ইউনিয়ন

রামরাইল ইউনিয়ন টি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের সকল প্রশাসনিক সকল কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ এর অংশ বিশেষ।  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মধ্য বিন্দুতে রামরাইল ইউনিয়ন অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পূর্ব দিকে মাছিহাতা এবং সুলতানপুর ইউনিয়ন, দক্ষিণ দিকে তিতাস নদী ও সুলতানপুর ইউনিয়ন এবং দক্ষিণ দিকে রয়েছে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন ও তিতাস নদী।

গ্রামসমূহ

  • রামরাইল
  • উলচাপাড়া
  • যাত্রাবাড়ী
  • বিজেশ্বর
  • বিয়াল্লিশ্বর
  • মোহাম্মদপুর
  • সেন্দ

উলচাপাড়া গ্রামের নামকরণ ইতিহাস

উলচাপাড়া
উঁচু >উচ্চ>উচা। এই গ্রামটি সমতলভূমি থেকে অনেকটা উঁচু জায়গায় অবস্থিত। উঁচা থেকে উলচা শব্দটি বিবর্তিত হয়েছে। ‘উলা’ আঞ্চলিক শব্দ, যার অর্থ উঁচু।

এলাকাভিত্তিক কিছু ছবি

[post_gallery]

পদনামমোবাইল
চেয়ারম্যানশাহাদত খান01711389637
মেম্বারজনাব শফিউল্লাহ01719741156
মেম্বারজনাব রাসেল খন্দকার01954810798
মেম্বারআবু কালাম01712641879
মেম্বারআতিকুর রহমান01733927842
মেম্বারমো: মুজিবুর মিয়া01712678141
মেম্বারমোহাম্মদ বোরহান উদ্দিন01869679836
মেম্বারমনিরুজ্জামান01743059208
মেম্বারবাবলু চৌধুরী01719810805
মেম্বারমুফতিন খানম01726298695
মেম্বারশামছুন্নাহার নাছরিন01865409703
মেম্বারমমতাজ বেগম01969878390