একনজরে ভলাকুট ইউনিয়ন

ভলাকুট ইউনিয়ন
ভলাকুট ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। ভলাকুট ইউনিয়নের আয়তন প্রায় ৩০.৯১ বর্গ কিলোমিটার ।  নাসিরনগর উপজেলা সদরের পশ্চিম দিকে অবস্থিত। এই ইউনিয়নের উপজেলা সদর হতে দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে গোয়ালনগর ইউনিয়ন, পূর্ব দিকে কুণ্ডা ইউনিয়ন , দক্ষিণ দিকে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে চাতলপাড় ইউনিয়ন, মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন।

গ্রামসমূহ
দূর্গাপুর
বারইচিড়া 
বালিখোলা
খাগালিয়া
কান্দি
কান্দিপাড়া
কঠুই
বাঘী

নামকরণ ও ইতিহাস
অনেক বছর আগে এই ইউনিয়নে বহু বিশিষ্ট ভদ্র লোক এই গ্রামে বাস করতেন। এই কারণে গ্রামটি ভদ্রকোট নামে পরিচিত ছিল। কালক্রমে ভদ্রকোট থেকে ভলাকুট নামকরণ করা হয়