একনজরে বাসুদেব ইউনিয়ন

বাসুদেব ইউনিয়ন
বাসুদেব ইউনিয়ন টি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম ১২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৫৪ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ এর অংশ বিশেষ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে বাসুদেব ইউনিয়ন অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে মাছিহাতা ইউনিয়ন, পশ্চিম দিকে  সুলতানপুর ইউনিয়ন , তিতাস নদী এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন , দক্ষিণ দিকে তিতাস নদী , আখাউড়া উপজেলার ধরখাড়  এবং  মোগড়া ইউনিয়ন ও পূর্ব দিকে রয়েছে  আখাউড়া দক্ষিণ ইউনিয়ন , আখাউড়া পৌরসভা এবং আখাউড়া উত্তর ।

গ্রামসমূহ

  • বাসুদেব
  • বরিশল
  • বৈষ্টপুর
  • কোড়াবাড়ি
  • পাইকপাড়া
  • দতাইসার
  • দুবলা
  • আহরন্দ
  • ঘাটিয়ারা
  • শ্যামনগর
  • কোড্ডা
  • চান্দি
  • ভাতশালা
  • জারুলতুলা
  • উজানিসার
  • গদারচক

বাসুদেব ইউনিয়ন এর নামকরণ ও ইতিহাস

ব্রিটিশ শাসনামলের সম্ভবত ১৯৪২ সালের প্রথম দিকে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার অধীনে বর্তমান বর্তমানে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল এলাকাগুলোকে নিয়ে দুইটি (০২) টি যথা বাসুদেব উত্তর ও বাসুদেব দক্ষিন নামে দুইটি ইউনিয়ন গঠিত হয়। ঐ সময় কালে ইউনিয়নের চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলে ডাকতো । ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীতে পরিবর্তন করা হয় । ১৯৬৩ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন আব্দু মোল্লা। এখন সেই ১৬টি ছোট বড় গ্রাম মিলিয়েই বাসুদেব উত্তর ও দক্ষিন মিলিত হয়ে বাসুদেব ইউনিয়ন পরিষদ। বাসুদেব ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি আছে , ঘাটিয়ারা গ্রামের বিটিশ আমলে নৌ জাহাজ ঘাটি ছিল। এখানে এসে জাহাজ ভিড়াতো জাহাজের মালামাল ভারতের ত্রিপুরা রাজ্য সহ সারা দেশে ছড়িয়ে পড়তো। এই এলাকার অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। বাসুদেব নামে একজন ঠাকুরের নামানুসারে বাসুদেব গ্রামের অর্থাৎ বাসুদেব ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

এলাকাভিত্তিক কিছু ছবি

[post_gallery]

ইহা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্যতম ১২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৫৪ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ এর অংশ বিশেষ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে মাছিহাতা ইউনিয়ন, পশ্চিম দিকে  সুলতানপুর ইউনিয়ন , তিতাস নদী এবং কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন , দক্ষিণ দিকে তিতাস নদী , আখাউড়া উপজেলার ধরখাড়  এবং  মোগড়া ইউনিয়ন ও পূর্ব দিকে রয়েছে  আখাউড়া দক্ষিণ ইউনিয়ন , আখাউড়া পৌরসভা এবং আখাউড়া উত্তর ।