একনজরে পত্তন ইউনিয়ন

পত্তন ইউনিয়ন
পত্তন ইউনিয়ন টি বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৬নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম বিজয়নগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৫ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অংশ বিশেষ। বিজয়নগর উপজেলার সর্ব-পশ্চিম দিকে এই ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর-পূর্ব দিকে রয়েছে চর ইসলামপুর ইউনিয়ন, পূর্ব দিকে চম্পকনগর ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়ন , দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সিংগারবিল ইউনিয়ন, দক্ষিণ দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন, পশ্চিম দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন এবং উত্তর দিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন।

গ্রামসমূহ
শ্রীপুর
নোয়াগাও
বড়জগন্নাতপুর
পশ্চিম কেশবপুর
পূব কেশবপুর
পত্তন
ফুলবাড়িয়া
তেতৈয়া
টানমনিপুর
লক্ষিপুর
টুকচানপুর
আদমপুর
কালার টেক
গোয়ালখলা
মাশাউরা
পশ্চিম জগন্নাতপুর
লক্ষিমুড়া
বড়পুকুর পাড়
মনিপুর
আতকাপাড়া
কল্যানপুর
নহার মূড়া
হাওয়াই খলা
চাওরা খলা
পারেঙ্গা বাড়ি
দত্তল খলা
মাশাউড়া

পত্তন নামকরণের ইতিহাস
হেমাঙ্গিনী দত্তের “হারানো গ্রাম” গ্রন্থে বলেন, ১৬০৩ সালে বিক্রমপুরের বঙ্গজ কায়স্থ বারো ভূইয়ার এক ভূইয়া কেদার রায় মুঘল সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধে পরাজিত হয়ে ত্রিপুরা জঙ্গলে পলায়ন করেন। তিনি পরবর্তীতে জঙ্গল কেটে গ্রাম পত্তন তৈরি করেন। পত্তন অর্থ৷ স্থাপনা করা। এটা জনশ্রুতি মাত্র প্রকৃতিপক্ষে পাহাড়ি অঞ্চলে হাওড়ের তীরে প্রথম গ্রামের সৃষ্টি এখানে