একনজরে চাতলপাড় ইউনিয়ন

চাতলপাড় ইউনিয়ন
চাতলপাড় ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। চাতলপাড় ইউনিয়নের আয়তন প্রায় ২৩.৬৩ বর্গ কিলোমিটার। নাসিরনগর উপজেলার সর্ব-পশ্চিম দিকে অবস্থিত এ ইউনিয়নের সড়কপথে উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৪১ কিলোমিটার। এই ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে ভলাকুট ইউনিয়ন ও সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন, দক্ষিণ দিকে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন ও অরুয়াইল ইউনিয়ন, পশ্চিম দিকে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন  এবং উত্তর দিকে রয়েছে মেঘনা নদীও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন।

গ্রামসমূহ
বড়নগর
বেকিনগর
ধানতলিয়া
ফেদিয়ারকান্দি
ফকিরদিয়া
ফুলখারকান্দি
গুজিয়াখাই
হাসিমপুর
চাতলপাড়
বিলের পাড়
কচুয়া দিঘী
কৈরলপুর
কাঠালকান্দি
নিয়াজপুর
রতনপুর
মনকুটা
পতুইর

ইতিহাস
চাতলপাড় ইউনিয়ন টি বাংলার অন্যতম বৃহৎ নদী মেঘনার তীরে অবস্থিত। এই ইউনিয়ন টি তৎকালীন ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন ছিল। পূর্বকালে রাজধানী কলকাতা হতে সুদূর করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র নদীপথ। চাতলপাড় স্টিমারঘাট থাকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর গুরুত্ব সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে চাতলপাড় বাজারটি বিস্তার লাভ করতে শুরু করলো এবং এর সুনাম ঘটেছিল আশেপাশের বেশ কয়েকটি জেলায়। তখন সোনালী আঁশ পাটের ফলন এই অঞ্চলে অধিক হওয়ার কারণে ব্রিটিশ সরকারের অনুমোদিত তিনটি বিখ্যাত জুট মিল কোম্পানীর অফিস চাতলপাড়ে স্থাপিত হয়েছিল। এর ফলে চাতলপাড়ের বাণিজ্যিক আরো বেশি মাত্রায় পরিচিতি পায়।