একনজরে গোয়ালনগর ইউনিয়ন

গোয়ালনগর ইউনিয়ন
গোয়ালনগর ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৪নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। গোয়ালনগর ইউনিয়নের আয়তন প্রায় ২৪.৩৫ বর্গ কিলোমিটার। এটি নাসিরনগর উপজেলা সদরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এই ইউনিয়নের উপজেলা সদর হতে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে পাকশিমুল ইউনিয়ন ও কুণ্ডা ইউনিয়ন ; পূর্ব দিকে নাসিরনগর ইউনিয়ন, বুড়িশ্বর ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন ; উত্তর দিকে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও বাঙ্গালপাড়া ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন।

গ্রামসমূহ
 মাছমা
দক্ষিণদিয়া
নোয়াগাওঁ
রামপুর
পিয়ালাপুর
রাজনগর
ভিটাডুপি
সিমেরকান্দি
লালুয়ারটুক
ঝামারবালী
কদমতলী
সোনাতুলা
মাইজখোলা 
কেউরকোপা

নামকরণ ও ইতিহাস
বহু বছর আগে থেকে হিন্দু গোয়াল সম্প্রদায়ের বেশির ভাগ লোক এই গ্রামে বাস করতেন। এই কারণে গ্রামের নামকরণ হয় গোয়ালনগর এবং গোয়ালনগর গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়।