একনজরে কাইতলা দক্ষিণ ইউনিয়ন

দক্ষিণ কাইতলা
কাইতলা দক্ষিণ ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ২০নং ইউনিয়ন পরিষদ। পোস্ট কোড ৩৪১৭, এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার  অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ। কাইতলা দক্ষিণ ইউনিয়নের আয়তন প্রায় ১০.৭০ বর্গ কিলোমিটার। নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে কাইতলা দক্ষিণ ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে বিটঘর ইউনিয়ন ও লাউর ফতেপুর ইউনিয়ন। উত্তর দিকে কাইতলা উত্তর ইউনিয়ন,পূর্ব দিকে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং দক্ষিণ দিকে রয়েছে কসবা উপজেলার মেহারী ইউনিয়ন।

গ্রামসমূহ
গোয়ালী
রামনগর
শংকরপুর
অচিমত্নপুর
হরিপুর

কাইতলা ইউনিয়নের নামকরণ : নবীনগর উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়নের মধ্যে কাইতলা একটি অগ্রসরমান ইউনিয়ন । এখানে দুটি ইউনিয়ন । কাইতলা উত্তর ও কাইতলা দক্ষিন এই গ্রামের নামকরণ সম্পর্কে জানা যায় , এখানে সনাতন ধর্মীয় উচ্চ বংশালে কায়স্থদের আধিক্য ছিল । এই কায়স্থ শব্দটি বিশ্লেষণ করলে ‘ কায় এবং স্থ ’ দুটি শব্দ দাঁড়ায় । যেমন ‘ কায় ‘ এর পরিবর্তন হয়ে উচ্চারিত হতে থাকে ‘ কাই ‘ শব্দ , অন্যদিকে স্থ ’ – এর শাব্দিক পরিবর্তন হয়ে সৃষ্টি হয় তলা । ফলে কায়স্থতলা থেকে কাইতলা নামকরণ হয়