একনজরে কাইতলা উত্তর ইউনিয়ন

কাইতলা উত্তর ইউনিয়ন টি নবীনগর উপজেলার একটি অন্যতম ৮নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম  নবীনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের অংশ বিশেষ। নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে কাইতলা উত্তর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে নাটঘর ইউনিয়ন, পশ্চিম দিকে বিটঘর এবং শিবপুর ইউনিয়ন, দক্ষিণ দিকে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং কাইতলা দক্ষিণ ইউনিয়ন এবং পূর্ব দিকে তিতাস নদী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন।

গ্রামসমূহ
ব্রাক্ষণহাতা
কোনাউর
নারুই
নোয়াগাও
শিবনগর

কাইতলা ইউনিয়নের নামকরণ : নবীনগর উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়নের মধ্যে কাইতলা একটি অগ্রসরমান ইউনিয়ন । এখানে দুটি ইউনিয়ন । কাইতলা উত্তর ও কাইতলা দক্ষিন এই গ্রামের নামকরণ সম্পর্কে জানা যায় , এখানে সনাতন ধর্মীয় উচ্চ বংশালে কায়স্থদের আধিক্য ছিল । এই কায়স্থ শব্দটি বিশ্লেষণ করলে ‘ কায় এবং স্থ ’ দুটি শব্দ দাঁড়ায় । যেমন ‘ কায় ‘ এর পরিবর্তন হয়ে উচ্চারিত হতে থাকে ‘ কাই ‘ শব্দ , অন্যদিকে স্থ ’ – এর শাব্দিক পরিবর্তন হয়ে সৃষ্টি হয় তলা । ফলে কায়স্থতলা থেকে কাইতলা নামকরণ হয়