উরখুলিয়া গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

উরখুলিয়া গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন

বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের নামকরণে বেশ বৈচিত্র্য লক্ষ করা যায় । এ গ্রামের নামকরণ নিয়ে রয়েছে নানামত । ফলে দীর্ঘ সময় অনুসন্ধান ছাড়া একটি সিদ্ধান্তে উপনীত হওয়া কষ্টকর বটে । তবে এই গ্রামের নামকরণ নিয়ে গ্রামের প্রবীণ সংস্কৃতিমনা মােঃ নজরুল ইসলাম বলেন , ‘ উর ’ অর্থ উরাত অর্থাৎ আঞ্চলিক ভাষায় ‘ উরাত ‘ হলাে হাঁটুর উপরের অংশ বিশেষ এবং ‘ খুলিয়া ‘ শব্দের অর্থ খােলে বা আঞ্চলিক শব্দ উদাম । সে হিসেবে গ্রামের নামকরণে উপযুক্ত শব্দের বিশ্লেষণে অর্থ দাঁড়ায় ‘ উরাত দেখাইয়া ’ । নামকরণে উপযুক্ত তথ্যটিতে স্থানীয় অধিবাসীদের যথেষ্ট আপত্তি লক্ষ করা যায় । বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণার দাবি রাখে ।