উপদইল গ্রাম সেনগাঁও ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

উপদইল গ্রাম সেনগাঁও ইউনিয়ন

উপদইল গ্রামটি ৯ নং সেনগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত। এই গ্রামে একটি বিজিপি ক্যাম্প আছে যেটার নাম ফকিরগঞ্জ বিওপি। এই গ্রামের দক্ষিনে ভারতের হেম্তাবাদ থানা অবস্থিত। এই গ্রামের পশ্চিমে বেলদহী, উত্তরে হরসুয়া এবং পুর্বে বেলশুয়া গ্রাম অবস্থিত।  এই গ্রামটিতে ফকিরগঞ্জ বাজার নামে একটি গ্রাম্য বাজার আছে। এই গ্রামের পশ্চিমে কাহালই নামে একটি শাখা নদী আছে।

এই গ্রামে ৬টি মসজিদ আছে। একটি প্রাথমিক বিদ্যালয় আছে যেটার নাম উপদইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি মাধ্যমিক বিদ্যালয় আছে যেটার নাম ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মরহুম মোকসেদ আলী। এই গ্রামে কয়েকজন মুক্তিযোদ্ধ আছে।

এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষি কাজে জরিত এছাড়াও এই গ্রামে বেশকিছু শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যাংক কর্মকতা, বিভিন্ন এনজিও কর্মকর্তা এবং প্রাইভেট কোম্পাানির কর্মকর্তা, বেশকিছু মানুষ বিমান বাহিনী, আর্মি, বিজিপি, পুলিশে কর্মরত আছে। এই গ্রামের মাটি অত্যন্ত উর্বর তাই এখানে ধান, গম, ভুট্টা, শরিষা,আলু, আম,লিচু, তরমুজ, বিভিন্ন প্রকার ডাল প্রভৃতি ফসল উৎপাদন হয়।

এই গ্রাম থেকে পীরগঞ্জ শহরের দুরত্ব ১২ কিমি। পীরগঞ্জে যাওয়ার জন্য ব্যাটারি চালিত অটোরিক্সা পাওয়া যায়। এবং এই গ্রাম থেকে দিনাজপুর শহরের দুরত্ব ৪৫ কিমি। দিনাজপুরে যাওয়ার জন্য মিনিবাস চলাচল করে। এই গ্রামের মানুষ খুব শান্তিপ্রিয়। তাই এই গ্রামে কোন মারামারি হয়না। ৭ টি পাড়া নিয়ে এই গ্রামটি গঠিত। এর মধ্যে প্রধানপাড়া অন্যান্য পাড়াগুলোর চেয়ে অনেক সমৃদ্ধশীল। প্রধানপাড়ায় অনেক রাজনৈতিক ব্যক্তি আছে যার ফলে এই গ্রামের নেতৃত্বে প্রধানপাড়ার মানুষজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই গ্রামের সৌন্দর্য যেকাউকে মুগ্ধ করবে। এই গ্রামে অনেক প্রতিভাবান খেলোয়ার আছে কিন্তু কোন সুুুযোগ সুবিধা পায়না তাই তারা প্রতিভা বিকশিত করতে পারে না। গ্রামটি পল্লীবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পায়। এই গ্রামের পানি খুব সুমিষ্ঠ। এই গ্রামের পানিতে আর্সেনিক পাওয়া যায়না। 

IMG 20200802 141715 007aef12 IMG 20200802 141715 007aef12