উত্তর জগদীশপুর গ্রাম বড়তলী বানিয়াহারী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

উত্তর জগদীশপুর গ্রাম বড়তলী বানিয়াহারী ইউনিয়ন

আমাদের উত্তর জগদীশপুর গ্রামটি মোহনগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ৫ কি:মিঃ পুর্বদিকে মোহনগঞ্জ-ঝিমটি-তেথুলিয়া সড়কের উপর অবস্থিত। আমাদের গ্রামের পশ্চিমে মাহমুদপুর, পুর্বে নগর-রতিয়ারকোনা-বসন্তিয়া গ্রাম, দক্ষিণে দক্ষিণ জগদীশপুর-পাড়া রতিয়ারকোনা গ্রাম এবং  উত্তরে বেড়াখালি খাল। এই গ্রামের সন্তান জনাব মোঃ রফিকুল ইসলাম (রানা) এর প্রচেষ্টায়  ২০০১ সালে এই গ্রামে একটি ডাকঘর প্রতিষ্ঠা করা হয় এবং তাঁর দান করা স্থানে ২০১৯ সালে এই গ্রামে আল-ওয়াসী নামে একটি  ০১ টি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। মসজিদের নির্মাণ কাজে অর্থ সংগ্রহে ডাঃ সাদিকুর রহমান রিপন এবং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান মূখ্য ভূমিকা পালন করেন।

এই গ্রামের সমাজ সংস্কারক হাজী ইয়াকুব আলী তালুকদার ১৯৩৯ সালে  ৫০০/- টাকা মুল্যে হাতি ক্রয় করেন, যা নেত্রকোনা জেলায় প্রথম ব্যক্তিমালিকানাধীন হাতি হিসেবে পরিচিত এবং সেই থেকেই হাজী ইয়াকুব তালুকদার এর বাড়ি “হাত্তিওয়ালা বাড়ি” হিসেবে আজও পরিচয় বহন করছে। এই গ্রামের অনেক শিক্ষিত ব্যক্তি বিভিন্ন ক্ষেত্র ও পেশায় নিয়োজিত থেকে অবদান রাখছেন। যেমনঃ

  • ১) আব্দুর রব তালুকদার : প্রাইমারি শিক্ষক। 
  • ২) মোঃ রফিকুল ইসলাম (রানা):চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগ।
  • ৩) মোঃ রহমত আলী : অগ্রনী ব্যাংক অফিসার।
  •  ৪) সৈয়দ হাবিবুর রহমান : অগ্রনী ব্যাংক অফিসার।
  •  ৫) মোঃ মুখলেছুর রহমান : ইউনিয়ন চেয়ারম্যান।
  • ৬) মোঃ মিজানুর রহমান কামাল : সেনাবাহিনীর সার্জেন্ট।
  • ৭) মোঃ সায়েদুর রহমান জামাল : নির্বাহী প্রকৌশলী, ডেসকো। 
  •  ৮) ডাঃ সাদিকুর রহমান রিপন : ভেটেরিনারিয়ান ।
  • ৯) ড . জিএম নাজমুল ইসলাম হিরু : বস্ত্র প্রকৌশলী ।
  • ১০) জিএম শরিফুল ইসলাম কনক : কম্পিউটার প্রকৌশলী।
  •  ১১) এম শুভ স্বত্ব রফিক : এডভোকেট সুপ্রিম কোর্ট।
  • ১২) জান্নাতুল ইসলাম পিয়া : এডভোকেট ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল।
  • ১৩) সৈয়দ তানভীর তুহিন : প্রভাষক ইংরেজি।
  •  ১৪) সৈয়দ তরিকুল ইসলাম : সার্জেন্ট, ট্রাফিক পুলিশ।
  • ১৫) আব্দুল্লাহ আল মামুন : জুনিয়র ইঞ্জিনিয়ার, পল্লী বিদ্যুৎ।
  •  ১৬) শফিকুল ইসলাম : সার্জেন্ট, সেনাবাহিনী।
  •  ১৭) নাজমুল হক : অডিটর, সিজিএ অফিস।