আতুকোড়া গ্রাম ফান্দাউক ইউনিয়ন

আতুকোড়া গ্রাম ফান্দাউক ইউনিয়ন

আতুকোড়া গ্রাম ফান্দাউক ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৭নং ফান্দাউক ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আতুকোড়া গ্রাম। বলভদ্র নদীর অববাহিকায় এই গ্রামের অবস্থান। পশ্চিমে ফান্দাউক গ্রাম পূর্বে মাধবপুর উপজেলা দক্ষিণে চাপরতলা ইউনিয়ন এবং উত্তরে হবিগঞ্জ জেলা। এই গ্রামে একটি ঈদগাহ,একটি হাফিজিয়া মাদ্রাসা দুইটি প্রাইমারি স্কুল এরমধ্যে একটি সরকারি অন্যটি বেসরকারি।

এই গ্রামের সবচেয়ে ঐতিহ্য স্থান আতুকোড়া সামাজিক কবরস্থান, বিশাল অাকারের তেতুল গাছ যা শত বছরের ঐতিহ্য প্রকাশ করে। গ্রামটি মূলত কৃষি কাজের জন্য বিখ্যাত,এখানে প্রচুর পরিমাণে ধান চাষ,সরিষা,অালু, ডাল,ধনিয়া,গম,মরিচ,পাট,ইত্যাদি চাষ করা হয়,যা থেকে প্রচুর পরিমাণ অর্থ অায় করা হয় এছাড়া গবাদিপশু পালন করা হয় ।