আইচ পাড়া গ্রাম কেঁড়াগাছি ইউনিয়ন

আইচ পাড়া গ্রাম কেঁড়াগাছি ইউনিয়ন

আইচ পাড়া গ্রাম কেঁড়াগাছি ইউনিয়ন

  • আমাদের গ্রামের নাম আইচ পাড়া।
  • কেঁড়াগাছি ইউনিয়নে অবস্থিত
  • পূর্বে নৌ খাল ও কামার বাসা, পশ্চিমে মাঠ, উওরে হঠাৎ গঞ্জ এবং দক্ষিনে হাওয়াল খালি।

আমাদের আছে একটি ঈদগাহ, তিনটি মসজিদ, উওর পাড়া, দক্ষিন পাড়া, মধ্যপাড়া, বট গাছ, মন্দির, সোনার বাংলার সোনার কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ধার্মিক, স্কুল, একটি কালভাট, পাকারাস্তা, আরোও আছে ভালো মানুষ, খারাপ মানুষ এবং অনেক সাধারন মানুষ।

কোন একজনের নামের শেষে আইচ ছিল। সেখান থেকে আইচদের পাড়া বা আইচপাড়া নাম।

গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ এর মধ্য অন্যতম ড: কামরুল মামু, তিনি কখনোও নিজ উদ্দ্যগে স্কুল কখনোও ডাক্তার বা কখনোও সমাজসেবক। তবে, দক্ষিন পাড়াতে প্র: খায়ের, মধ্য পাড়াতে প্র: ফিরোজ এবং উওর পাড়াতে মা: আলী মুনসুর এর অবদান বর্তমানে চলোমান।

(তন্ময়)