সাহমল্লিকদী গ্রাম আলগী ইউনিয়ন
আমার গ্রামের নাম সাহমল্লিকদী ।ফরিদপুর জেলার ভাংগা থানার আলগী ইউনিয়নের 7নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত ।এই গ্রামের দক্ষিণ পার্শ্বে পীরেরচর গ্রাম, উত্তর পার্শ্বে চরকান্দা এবং পশ্চিমে খারদিয়া ও বালিয়াচরা গ্রাম । পূর্ব পার্শ্বে কুমার নদ, নদী পার হলে রায়পাড়া সদরদী গ্রাম, যার অর্ধেক ভাংগা পৌরসভা আর অর্ধেক চুমুরদী ইউনিয়নের অন্তর্ভূক্ত ।
ধারণা করা হয় শতবর্ষ পূর্বে এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাহাদের কৃত্তিবাস ছিল এবং সে থেকেই সাহমল্লিকদী নামকরণ । বর্তমানে এই গ্রাম শতভাগ মুসলিম ।
আমাদের গ্রামে একটি মহিলা মাদ্রাসা এবং ছেলেদের জন্য একটি হাফেজি মাদ্রাসা আছে। আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে । এছাড়া একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হওয়ার কথা ছিল কিন্তু গ্রামের কেউ জায়গা না দেয়ার কারণে তা এখন পাশের গ্রাম পীরেরচরে, যদিও বিদ্যালয়ের নাম এখনও “সাহমল্লিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ।
আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ডের ইউ পি সদস্য এই গ্রামেরই সন্তান । একজন মিলিটারী অফিসার, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন এই গ্রামের দুই কৃতি সন্তান, এছাড়া বেশ কিছু ছেলে-মেয়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তা – কর্মচারী হিসেবে কাজ করছেন ।
জনাব কাওসার ভূইয়া, চেয়ারম্যান, আলগী ইউনিয়ন পরিষদ । মোবা : 01712-83 96 34