সামন্তঘর গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন
নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের একটি গ্রাম সামন্তঘর। এলাকার স্থানীয় লােকজন সামন্তঘরকে বলেন সেমন্তঘর । এই গ্রামের নামকরণ গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মােল সাহা বলেন , এই অঞ্চলে হেমন্ত নামে এক পামন্তরাজার প্রভাব ছিল । আবার কেউ কেউ বলেন , এই সামন্তরাজ ছিলেন বসন্ত । এই একটা বৃহদাকার মন্দির রয়েছে যা প্রত্নতত্ত্ববিদদের নতুন করে ভাবিয়ে তুলবে । কেউ কেউ বলেন , সামন্ত শাসক এর উদ্ভবের ফলেই এই গ্রামটির নাম হয় সামন্তঘর। এই বিষয়ে আরও গবেষণাযোগ্য। এটি একটি আলাদা মৌজা