সাদকপুর গ্রাম পীরযাত্রাপুর ইউনিয়ন
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন ৫নং পীরযাত্রা পুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে সাদকপুর গ্রামটির অবস্থান। জনসংখ্যা প্রায় ৮০০০। উত্তরে-জগতপুর,দক্ষিণে-যাত্রাপুর,পূর্বে-আরাগ আনন্দপুর ও পশ্চিমে -দক্ষিণ শ্যামপুর গ্রাম।কথিত আছে আমাদের গ্রামের আদি নাম ছিল ভুরত,ব্রিটিশ আমলে কোন লর্ড আমাদের গ্রামে আসিয়া গ্রামের লোকজনের আচরণে সন্তুষ্ট হয়ে গ্রামের নামান্তর করে গেছেন সাদকপুর।
সাদকপুর গ্রামে একটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, একটি বালিকা দাখিল মাদ্রাসা, কুরিয়ান অর্থায়ণে একটি নিম্ন মাধ্যমিক স্কুল, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুইটি কেজি স্কুল ও একটি নূরানী সহ হাফেজী মাদ্রাসা আছে।অনেক গুলো মসজিদের মাঝে একটি কেন্দ্রীয় জামে মসজিদ আছে।
আমাদের গ্রামের পূর্ব পুরুষদের মধ্যে মরহুম সমশের উদ্দীন ভুঁইয়া, মরহুম মাওলানা বন্দে আলী,মরহুম হাজী হারী মিয়া,মরহুম মিন্নত আলী ভুইঁয়া, মরহুম আবদুল মজিদ ভুইঁয়া সহ অনেক গুণগ্রাহীদের সমন্বয়ে সাদকপুরের সমাজ ব্যবস্হার উন্নতির মধ্যমনি ছিলেন। পরবর্তীতে মরহুম ছাফর আলী চেয়ারম্যান, মরহুম হাজী কালা মিয়া,হাজী আঃআউয়াল মাস্টার,মরহুম জুনাব আলী,মরহুম আবদুল ওয়াহেদ ভুঁইয়া, মরহুম আবদুল ওয়াদুদ মাস্টার, মরহুম শব্দর আলী,মরহুম আবদুল মালেক মোল্লা,মরহুম বাদশা মিয়া মৌলভী,মরহুম বজলুর রহমান মৌলভী,মরহুম আবদুল হক ভুঁইয়া,মরহুম ছাদেক মোল্লাসহ অসংখ্য ব্যক্তিদের সহায়তায় সাদকপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামের শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়।
বর্তমানে আবু তাহের চেয়ারম্যান, শাহজাহান জাকির চেয়ারম্যান, সাজেদুল হক ছাদেক,নুরুল ইসলাম প্রফেসরসহ গ্রামের অন্যান্য মুরুব্বিদের সমন্বয়ে সাদকপুরের সমাজ ব্যবস্হা পরিচালিত হলেও গ্রামের বাহিরে থেকে সহযোগিতা করছেন প্রিন্সিপাল বেনি আমিন ভুঁইয়া, ব্যাংকার রেজাউল করিম,মোঃমোবারক হোসেন এসআই সহ গ্রামের অনেক কৃতি সন্তানেরা।
সাদকপুর গ্রামে পাঁচটি সেবামূলক সংগঠন আছে।
- ১/সাদকপুর শিক্ষা উন্নয়ন ফোরাম-এই সংগঠনের সদস্য সংখ্যা ৯১,সবাই অনার্স-ডিগ্রীধারী। এই ফোরাম পরিচালনা করছেন প্রফেসর খোরশেদ আলম, প্রফেসর আবুল হোসেন স্মরণ, কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,আজহারুল ইসলাম ভুঁইয়া সহ গ্রামের অনেক উদীয়মান পেশাজীবিরা। এই সংগঠনের মূল লক্ষ্য গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের সন্তানদের শিক্ষিত করে তোলা।তাদের তৎপরতায় টাকার অভাবে কোন ছাত্রের পড়ালেখা বন্ধ হয়না।মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয় ফ্রী বই,খাতা ও কলম এবং দেওয়া হয় বাৎসরিক সংবর্ধনা। শিক্ষা উন্নয়ন ফোরাম এর নিয়ন্ত্রণে চলছে বিশাল একটি গণগ্রন্থাগার। এই সংগঠনের বর্তমান সভাপতি ছালেহ আহাম্মদ ও সেক্রেটারি গোলাম সামদানী।
- ২/ওপেন ওপিনিয়ন-এই সংগঠনটি পরিচালনা করছেন এমদাদুল হক,মশিউর রহমান ও মিজানুর রহমান। এই সংগঠনটি কাজ করছে আর্ত মানবতার সেবায়।প্রতি বছর রোজার পূর্বে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে একমাসের ইফতার বিতরণ সহ সারা বছর দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করছে।
- ৩/বন্ধন-প্রায় সাড়ে তিনশত ছাত্র ও যুবকের সমন্বয়ে গঠিত সংগঠনটি।প্রত্যেকের নামের পাশে রক্তের গ্রুপ লেখা আছে।রক্তের প্রয়োজন সংবাদ পেলেই দৌঁড়ে পাশে দাঁড়ান এই সংগঠনের সদস্যরা। কথিত আছে বন্ধন সৃষ্টির পর আমাদের গ্রামের কেউ রক্তের অভাবে মৃত্যু হয় নাই। সংগঠনটির বর্তমান সভাপতি -বাপ্পি।
- ৪/সাদকপুর ওয়েলফেয়ার সোসাইটি- এই সংগঠনটি সরকারি নিবন্ধনকৃত।আর্ত মানবতার সেবায় কাজ করছে এই সংগঠন। সংগঠনটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম বাদল।
- ৫/পীরযাত্রাপুর মাদক নির্মূল কমিটি -মাদক নিয়ন্ত্রণে কাজ করছে এই সংগঠনটি।করছে সভা সেমিনার সহ লিফলেট বিতরণ।
সাদকপুর গ্রামটিকে বিভিন্ন উন্নয়ন বিবেচনায় পার্শ্ববর্তী গ্রামের লোকজন আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
গ্রামের প্রয়োজনীয় ব্য়াক্তীর মোবাইল নাম্বার
- আবু তহের চেয়ারম্যান -০১৭১১৩৭৫৮৫৮
- রেজাউল করিম -০১৭১৪০২৩৯৮৮
- আলাওল করিম-০১৭১১৩০৪৩১২
- ডাঃনওশের আহমেদ ভুঁইয়া -০১৭১২৭৬৪৩৬৬
- মোঃমোবারক হোসেন -০১৮১৫৪৬৪৭৪৪