সস্তাপুর গ্রাম ফতুল্লা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সস্তাপুর গ্রাম ফতুল্লা ইউনিয়ন

 ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সস্তাপুর গ্রামটি অবস্থিত। সস্তায় ধান চাউল পাটসহ নানা খাদ্য সামগ্রী বিক্রি হওয়ায় ৭১ সালের পুর্বে কোন একসময় এলাকাটির নাম করন হয় সস্তাপুর। এক সময় এ গ্রামের মানুষ কৃষির উপর নির্ভর করতো। বর্তমানে শিল্পাঞ্চল। ঘনবসতি এ গ্রামে প্রধান বোর্ড মিলস, চাঁদ ডাইং,ঢাকা টেক্সটাইল,স্যামসমন্স সুয়েটার গার্মেন্ট, এভলম গার্মেন্টসসহ অসংখ্য ছোট বড় কলকারখানা রয়েছে। এসব কারখানায় দেশের বিভিন্ন জেলার খেটে খাওয়া নারী পুরুষ কাজ করেন। সস্তাপুর এলাকার স্থানীয় লোকজন অধিকাংশই নানা ব্যবসা বানিজ্যে নিয়োজিত রয়েছেন। এগ্রামের পর্বে কায়েমপুর পশ্চিমে কোতালেরবাগ উত্তরে কুতুবআইল ও দক্ষিনে ইসদাইর গ্রাম রয়েছে। সস্তাপুর গ্রামে ১২টি মসজিদ ও খাজা হযরত আলী শাহের একটি মাজার 

ও মসজিদ রয়েছে। এ গ্রামে রয়েছে আশ্রাফ হোসেন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গী হোসেনসহ একাধীক তামলিগ জামাতের আমীর। এছাড়াও আটরশি,চরমোনাই, মাইজভান্ডার শরীফসহ বিভিন্ন পীরের অংসখ্য অনুসারী রয়েছে। মাজারের পাশে রয়েছে লালন সাইজির একটি আশ্রম। তাছাড়া এ গ্রামে সদর উপজেলা পরিষদ কার্যালয় অবস্থিত। এক গ্রামে গন্যমান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন-মুক্তিযুদ্ধা আমিনুল হক প্রধান, মোজাম্মেল হক তালুকদার, শাহ জামাল।