আমাদের সদ্যপুস্করিনী ইউনিয়ন সম্পর্কে কিছু কথা।
আমাদের এই ইউনিয়ন রংপুর শহর এর পাশে। প্রায় আমাদের এই গ্রামটাও শহরে পরিনত হবে কয়েক যুগের মধ্যে।
আমাদের গ্রামে ৯৮% লোক কৃষি কাজে নিয়োজিত। কেউবা নিজের জমিতে কাজ করে অথবা কেউ বর্গা চাষ করে।
আমাদের গ্রাম অনেক সুন্দর। আমাদের এই ইউনিয়ন থেকে প্রায় বাংলাদেশের সবখানে কাচামাল, সবজি পাঠানো হয়।
আমাদের এলাকা সবজি দিয়ে বিখ্যাত তাই আমাদের এখানের বাজারটার নাম কাওরান বাজার বলে অনেকে ডাকে। তবে পালিচড়া নামে সবাই চিনে।