শ্রীকৃষ্ণ পুর বর্তমান নাম সুতার খালী দোলার বাজার ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শ্রীকৃষ্ণ পুর বর্তমান নাম সুতার খালী দোলার বাজার ইউনিয়ন

সুতার খালী গ্রামটি পশ্চিমে যোগল নগর, নরসিংহ পুর,তালুপাঠ উত্তর দিকে বুরাইয়া পূর্বদিকে চাউলধনির হাওর(বিশ্বনাথ উপজেলা) দক্ষিণ দিকে সুরমা নদীর শাখা নদী তার তীরে লামা টুকের বাজার ( জগন্নাথ পুর উপজেলা)  গ্রামে প্রথম বাড়িকে একলা বুড়ার বাড়ি বলা হয়। অধিকাংশ জনবসতি বাহির থেকে আগমন।

গ্রামের উপর দিয়ে বয়ে গেছে পনাউল্লা টু রসুলগঞ্জ বাজার রাস্তা। সুন্দর ও মনোরম একটি মসজিদ রয়েছে রাস্তার পাশ গেসে পূর্বদিক যা দৃষ্ট নন্দন। প্রায় প্রতি শুক্রবারে বরযাত্রীর বিরতি হয় জুমার নামাজের জন্য। তার পশ্চিম পাশে রয়েছে  শ্রীকৃষ্ণ পুর দিলাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে সরকারী চাকরিরত রয়েছেন যারা বুরাইয়া কামিল( এম,এ) মাদরাসাতে প্রভাষকের দায়িত্বে মুফতি মাওলানা আব্দুর রব , অত্র গ্রামের প্রাইমারি স্কুলেই আছেন সহকারী শিক্ষকতায় মাওলানা মোঃ আব্দুল খালিক, অত্র ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের দায়িত্বে স্বাস্থ্যকর্মি  মোঃ সাহেদুজ্জামান সুপার, বেসরকারী হিসেবে অনেকেই বিভিন্নরকম চাকরিতে আছেন।

মুরব্বিদের মধ্যে নামকরা ব্যক্তিবর্গ ছিলেন, হাজি মরহুম লতিব উল্লাহ মরহুম আসকর আলী সহ অনেকেই, সালিসি ব্যক্তিত্ব জনাব হাজি আনোয়ার আলী । ০১৭১৫২৭৮৫৫৬