শুনসী গ্রাম মামুদনগর ইউনিয়ন
আমাদের গ্রাম টি অনেক সুন্দর।গ্রামের নামটিও অনেক সুন্দর শুনসী।আমাদের গ্রামের পশ্চিম পাশের গ্রামের নাম মির্জাপুর,পুর্ব পাশের গ্রামের নাম কেদারপু ও কলমাইদ,উত্তর পাশের গ্রামের নাম ভাতশালা এবং দক্ষিন পাশের গ্রামের নাম পাকুটিয়া।গ্রাম টি নাগরপুর উপজেলা থেকে দক্ষিন পুর্ব পাশে অবস্থিত,টাংগাইল জেলা থেকে দক্ষিন দিকে অবস্থিত।আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল,একটি আলিয়া মাদ্রাসা ৭ টি মসজিদ ও একটি মন্দির আছে।আমাদের গ্রামে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ অতীতে ছিল বর্তমানেও রয়েছে।তাদের মধ্যে মফিজ চেয়ারম্যান,এসহাক মাদবর,এ্যাডভোকেট বাসেত আহমেদ,কুরান মাস্টার,আনোয়ার চেয়ারম্যান উল্লেখ্যোগ্য।আমাদের গ্রামের মধ্যে রয়েছে একটা বিশাল বিল,বিলের চারদিকে গ্রামের অবস্থান।
গ্রামের আরও তথ্য পেতে ০১৭৮৯৫৮৩৬৩৫যোগা্যোগ করুন