শ্যামবাড়ি গ্রাম মূলগ্রাম ইউনিয়ন
মূলগ্রাম ইউনিয়নের একটি গ্রাম শ্যামবাড়ি। একসময় গ্রামটি দেখতে সবুজ বনানীতে পরিপূর্ণ ছিল, এখনাে তাই। শ্যাম’ অর্থ সবুজ। সবুজে ভরপুর গ্রাম শ্যামবাড়ি। অন্য মতে সংস্কৃত শ্যামাক থেকে শ্যাম’ শব্দটি এসেছে। শ্যামাক এক প্রকার বন্যধান। এ গ্রামে শ্যামাক ধান উৎপন্ন হতাে। তাই এ গ্রামের নাম শ্যামবাড়ি। প্রথম মতটি বেশি গ্রহণযােগ্য। কিংবদন্তি শাম’ নামে এক মাঝি বালির নৌকা নিয়ে। এখানে ডুবে যায়। তাঁর নামে শামবাড়ি।