শাকদাহ গ্রাম কুশোডাঙ্গা ইউনিয়ন
ব্রিটিস আমলে প্রচুর শাক সবজি চাষ করতো এ গ্রামের কৃষকরা । ব্রিটিস আমলের লোকেরা শাক গ্রাম বলে চিনতো। সে থেকে গ্রামটির নাম হয় শাকদাহ। শাকদাহ গ্রামটি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি খান পাড়া নামেও এলাকায় পরিচিত। গ্রামটি ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অধীনে। ডাকঘর পানিকাউরিয়া । ডাকঘর কোড ৯৪১৩ । শাকদাহ গ্রামটির পশ্চিম পাশে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রাম। পূব`সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রাম।
উতরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছোট খলসী গ্রাম। শাকদাহ গ্রামটির দখিনে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শীবাননদকাঠি গ্রাম। গ্রামে দুটি মসজিদ,একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা ,একটি চাজ` মিশনারীচ্ স্কুল ,একটি কলেজ খান মিজানুর ইসলাম সেলিম মডেল কলেজ,একটি গালস্ হাই স্কুল ।দুই জন পুলিশের এ এস আই,এক জন সেনাবাহিনী ,এক জন নৌ বাহিনী, এক জন বি জি বি, এক জন প্রকশলী, এক জন গ্রাম্য ডাক্তার, এক জন ব্যাংক কর্মকতা, এক জন উপজেলা হসপিটালের পিওন,এক জন জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা , এক জন গ্রাম পুলিশ,।
বায়োজিত খান নামে এক পীর সাহেব ছিলেন,আবুল হোসেন নামের বিখ্যাত হাজী সাহেব ছিলেন। ২২ জন প্রবাসী। ৪ জন রাজমিস্তী। ৯ জন কোরানের হাফেজ। গ্রামটি আম ও বোরই কুলের জন্য বিখ্যাত। একটি বাজার আছে। গ্রামটি বেএাবতী নদীর তীরে অবস্থিত । ০১৭৭৬-৭৮২৩৭৮,০১৮১৯-৩৪৮৯৯১,০১৮৪৩-৮৭২০১৪ ।