রাজনগর গ্রাম পৃথিমপাশা ইউনিয়ন

hard logo

রাজনগর গ্রাম পৃথিমপাশা ইউনিয়ন

রাজনগর গ্রাম পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্ভুক্ত ০৫ নং ওয়ার্ডের একটি জনবহুল গ্রাম। কুলাউড়া শহর থেকে ১৩ কি.মি দক্ষিণে এবং স্থানীয় রবিরবাজার থেকে ৩ কি.মি দক্ষিণে এই গ্রামের অবস্থান।  এই গ্রামের আয়তন বড় হওয়ার চর্তুদিকের নাম অনুসারে অঞ্চলে বিভক্ত। এর পশ্চিম দিকে নন্দীরগ্রাম ও ধামুলি গ্রাম, দক্ষিণ দিকে আমুলীর একাংশ এবং বাখরনগর, পূর্ব দিকে কানাইটিহর গ্রাম এবং উত্তর দিকে কানিকিয়ারি গ্রাম। 

এই গ্রামে ১ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি ইবতেদায়ী মহিলা মাদ্রাসা রয়েছে। 

এই গ্রামে একটি স্থানীয় বাজার আছে যাকে রাজনগর চৌমুহনী বাজার বলা হয়। 

পালের দিঘি নামক একটি ঐতিহ্যবাহী দিঘি রয়েছে। 

সকল পেশার মানুষের বসবাস এই গ্রামে। 

কৃষি এবং প্রবাসীর রেমিট্যান্স এই গ্রামে প্রধান জীবিকার বাহক। 

ধন্যবাদ 

মোঃ রুবেল আলী 

রাজনগর, পৃথিমপাশা