রাঙ্গামাটিয়া গ্রাম মালিঝিকান্দা ইউনিয়ন
- গ্রাম : রাঙ্গামাটিয়া
- ইউনিয়ন : মালিঝিকান্দা
- ওয়ার্ড নং : ০৬
অবস্থান : পূর্ব দিকে কলসপাড় ও বড়ডুবি( ছাতানিপাড়া), দক্ষিণ দিকে কলসপাড়, পশ্চিম দিকে কলসপাড়, কুড়ালিয়াকান্দা ও বাতিয়াগাঁও, উত্তর দিতে দক্ষিণ মালিঝিকান্দা
মহল্লাসমূহ : খাটুয়াপাড়া, বাতানিকান্দা, কালিবাড়ি, ঘোষবাড়ি, পটরপাড়া, বড়বাড়ি, রাঙামাটিয়া উত্তর, মধ্য, পূর্ব, মাঝিপাড়া
গ্রামের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ স্থানের নাম :
- বামনতলি বিল,
- কাইছমেকুরা বিল,
- খাটুয়াপাড়া
গুরুত্বপূর্ণ ব্যক্তি :
- শহীদ নাজমুল ইসলাম
- শহীদ বাদশা
- শহীদ আমেজ উদ্দিন
বিশেষ আকর্ষণ : রাঙ্গামাটিয়ার দক্ষিণে খাটুয়াপাড়া অবস্থিত। এই পাড়ার উত্তর ও পূর্ব দিকে বামনতলি ও কাইছমেকুরা বিল এবং পশ্চিম ও দক্ষিণ দিকে মালিঝি নদী। একারণে এই পাড়াটি বর্ষা মৌসুমে দ্বীপের মত মনে হয়।