রহমত পুর গ্রাম গ্রাম শাল্লা ইউনিয়ন

hard logo

রহমত পুর গ্রাম গ্রাম শাল্লা ইউনিয়ন

গ্রামটির উত্তরে ছোট একটি নদী, দক্ষিণে নোয়াগাঁও, পূর্ব দিকে নয়াহাটি ও পশ্চিমে কৃষি জমি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আগে গ্রামটিতে বসবাস করত হিন্দু সম্প্রদায় তখন গ্রামটির নাম ছিলো রমতপুর,স্বাধীনতার পরে যখন হিন্দুরা এদেশ থেকে  ধীরে ধীরে চলে যেতে শুরু করল তখন মুসলমানরা এখানে বসবাস শুরু করে। পরে গ্রামের নাম পরিবর্তন করে রমতপুর থেকে রহমতপুর রাখে। গ্রামটি থেকে উপজেলার দূরত্ব প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার হবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তির মধ্যে মোঃ উজ্জল মিয়া উল্লেখযোগ্য। তার ফোন নাম্বার 01766352130