রমাকান্ত গ্রাম মহেন্দ্রনগর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রমাকান্ত গ্রাম মহেন্দ্রনগর ইউনিয়ন

গ্রামের নাম রমাকান্ত। রংপুর-কুড়িগ্রাম হাইওয়ের উত্তরে এর অবস্থান। ফকিরের তকেয়া বাজার সংলগ্ন ‘ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের’ পিছনের রাস্তা দিয়ে ঠিক এক কিলোমিটার পশ্চিম দিকে এগুলে রমাকান্ত গ্রাম। ভৌগলিক অবস্থান বলতে গেলে পূর্বে ফকিরের তকেয়া, পশ্চিমে মনোরম, উত্তরে এবং দক্ষিণে কাশিনাথ ঝাড় গ্রাম।

এ গ্রামটি খুবই ছোট এবং এখানে অল্প লোকের বসবাস। এখানে ৯০% মানুষ কৃষিকাজ করেন এবং ৩% মানুষ সরকারি চাকরিজীবী। এই গ্রামে শতভাগ মুসলিম পরিবারের বসবাস। গ্রামটিতে একটি মসজিদ, একটি মোক্তব, একটি প্রাথমিক বিদ্যালয় আছে।

গ্রামের কিছু সাহসী তরুণ একত্রিত হয়ে ২০১৬ সালে “সেবা” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি গ্রামের শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে থাকে। সেবা’র একটি অঙ্গপ্রতিষ্ঠান “সেবা পাঠাগার” যার নামে গ্রামটিকে সদর উপজেলাসহ, আদিতমারি, কালিগঞ্জ, পাটগ্রামের মানুষ চিনতে পেরেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস হলেও দিন দিন গ্রামটি আলোর পথে আসছে।