একনজরে মেহারী ইউনিয়ন

মেহারী ইউনিয়ন
মেহারী ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার উত্তর-পশ্চিম দিকে মেহারী ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে কুটি ইউনিয়ন , পূর্ব দিকে কসবা পশ্চিম ইউনিয়ন ও খাড়েরা ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে বাদৈর ইউনিয়ন, উত্তর দিকে মূলগ্রাম ইউনিয়ন ও নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন।

গ্রামসমূহ
ঈশাননগর
যমুনা
শিমরাইল সাতপার
শিমরাইল মধ্যপাড়া
শিমরাইল উত্তর পাড়
বল্লভপুর
খেওয়া
বামটিয়া
পুরকুইল
বাহার আটা
খেওয়া পশ্চিম
চৌবেপুর