মেরকুটা গ্রাম বিদ্যাকুট ইউনিয়ন
মেরকুটা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলীয় বিদ্যাকুট ইউনিয়নের একটি গ্রাম মেরকুটা । এটি আলাদা একটি মৌজা । জে . এল নং – ৮০ এবং । এরিয়া একরে ৫৪১ . ৬৫ । মেরকুটা গ্রামের নামকরণ নিয়ে রয়েছে নানা রহস্য । নুরনগর পরগনার চৌধুরী বংশের ইতিহাস ‘ গ্রন্থে মেরকুটা নামকরণটি এসেছে । তৎকালীন ত্রিপুরার রাজা স্থানীয় জমিদারকে এই ভূমিটি মেহের করেন অর্থাৎ অনুগ্রহ করে দান করেন বলে মেহের কোটায় পরিণত হয় এবং পরবর্তী পর্যায়ে জনসাধারণের মুখে বিকৃত উচ্চারণের ফলে ‘ মেহের ’ শব্দ থেকে ‘ হে ‘ উঠে যায় এবং মের ’ শব্দের সাথে ‘ কোটা ’ বিকৃত হয়ে “ কুটা ’ রূপ লাভ করে । এভাবে সৃষ্টি হয় মেরকুটা গ্রাম । আবার বর্তমান সময়ে মেরকুটায় অবস্থানকারী শ্রী শচীন্দ্রচন্দ্র দাস সরকার ( মূলত গুপ্তবংশীয় ) এই গ্রামটির নামকরণ সম্পর্কে বলেন , তার পিতামহ রজনীকান্ত সরকারের কাছ থেকে বলতে শুনেছেন এই অঞ্চলের তত্ত্বালীন একজন তালুকদার ছিলেন । মেহেরচন্দ্র রায় চৌধুরী । ওই মেহেরচন্দ্র রায় চৌধুরী – ই মেরকুটার নামের সৃষ্টিতে অবদান রাখেন ।