মেদুলিয়া গ্রাম ঢালজোঢ়া ইউনিয়ন
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ঢালজোঢ়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে অবস্থিত মেদুলিয়া গ্রাম।গ্রামটি ২ অংশে বিভক্ত হয়েছে চাকিদাম বিলের দ্বারা।একটি অংশ বিলের পশ্চিম তীরে অপর অংশ বিলের উত্তর – পূর্ব তীরে অবস্থিত। এই গ্রামকে বেষ্টন করে প্রায় ৩-৪ টি ছোট ছোট বিল রয়েছে।গ্রামের মানুষের প্রধান জীবিকা উপার্জনের মাধ্যম গৃহস্থালি তথা কৃষি কাজ।
বর্ষা মৌসুমে অপরূপ দৃশ্য ধারণ করে গ্রামটি।বিশেষ করে চাকিদাম বিলের পশ্চিম তীরের অংশ দেখে মনে হয় চতুর্দিকে অথৈজলের মধ্যে ডিমের খোসার মত একটি দ্বিপ ভাসমান।গ্রামের মানুষগুলো খুবই সৎ ও সহজ সরল।এরা কাজ ছাড়া কিছু বুঝে না।জীবন সংগ্রামই এদের নিত্যকার বিষয়।আশেপাশে গ্রাম গুলোর মধ্যে মুদিপাড়া,বাসুরা,বাহাদুরপুর, ডুবাইল,দেওয়াইর,জেলেহাটি,আশাপুর,উল্টাপাড়া বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
এই গ্রামের ছেলেমেয়দের অনেক কষ্ট করে বিদ্যালয় ও কলেজে যেতে হয়।চাকিদাম বিলের উত্তর-পূর্ব তীরের যোগাযোগ ব্যাবস্থা মোটামুটি ভালো হলেও পশ্চিম তীরের যোগাযোগ ব্যাবস্থা ততটা উন্নত নয়।কাঁদা,নৌকা,পায়ে হেটেই এদের দূর দূরান্তে যেতে হয়।তবে ধীরে ধীরে শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে গ্রামটিতে। ঢাকা,জাহাঙ্গীর নগর,জগন্নাথ সহ নানান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি টপকাচ্ছে ছেলে মেয়েরা।