মূলগ্রাম ইউনিয়ন
মূলগ্রাম ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার সর্ব-উত্তর দিকে মূলগ্রাম ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে বাদৈর ইউনিয়ন ও মেহারী ইউনিয়ন, পশ্চিম দিকে নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন , উত্তর দিকে নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়ন।
গ্রামসমূহ
আমখার
বাউরখন্ড
শ্যামনগর
পুকুরপাড়
ডাবিরঘর
নেয়ামতপুর
নিবড়া
লবখাঁ
রাইতলা
শ্যামবাড়ি
চন্দ্যপুর
বাহাদুর
চারগাছ
শেরপুর
জয়পুর
মূলগ্রাম ইউনিয়নের প্রধান গ্রাম বলেই মূলগ্রাম বা মূলগাঁও। আমার পূর্বপুরুষেও এক ভবানি পাঠক ছিলেন । দীননাথ দেবশর্মা – মুলুকগ্রামে তার বাড়ী । ‘ ( আমার কথা আলাউদ্দিন খ – আনন্দ পাবলিশার্স – ১৩৮৭ বাং , পৃ . ২৫ )। ওস্তাদ আলাউদ্দিন খা ’ র বংশধরদের আদিনিবাস মুলুক গ্রামে । মুলুক ‘ অর্থ অঞ্চল। এটি আঞ্চলিক একটি গ্রাম । মুলুক ‘ শব্দটি বিবর্তিত হয়ে মুলুক > মূল হয়েছে । এ মতই গ্রহণযােগ্য ।