মীরগঞ্জ গ্রাম লেমুয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মীরগঞ্জ গ্রাম লেমুয়া ইউনিয়ন

কালিদাস পাহাড়িয়া নদীর ধারে এই ছোট্ট, সাজানো গুছানো, ছিমছাম গ্রামটি  অবস্থিত । সৃষ্টি কর্তা যেন পরম মমতায় তার নিজের তুলির আঁচড়ে গড়েছছড় অপরূপ সুন্দর এই গ্রামটি। গ্রাম বলতেই সবার চোখের সামনে ভেসে উঠে সুজলা-সুফলা ,বিস্তীর্ণ ফসলি জমি, গাছ-গাছালিত, নদী-নালা ,খাল-বিলে ভরা জনপদ।

আমাদের গ্রামটিও এর ব্যতিক্রম নয়। গ্রামের আয়তন প্রায় ২০০০০ বর্গ কি.মি। ১০০০ টি বাড়ি নিয়ে এই গ্রামটি অবস্তিত । এই গ্রামে আনুমানিক ২৫০০০ লোকের  বসবাস। সোম ও শুক্রবার সপ্তাহের এই দুইদিন বসে হাট। নিজেদের চাষ করা সবজি ও ঘরে পালিত হাস-মুরগী , পুকুরের মাছ নিয়ে দুপুরের পর থেকেই পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। একটু বেলা গড়ালেই আসতে শুরু করেন ক্রেতারাও। ক্রেতা-বিক্রেতার শোরগোলে মুখরিত হয় হাঁট প্রাঙ্গণ।

এখানে মানুষজন মিলেমিশেই ,সুখে শান্তিতে যুগের-পর যুগ বসবাস করে আসছে। সুখে-দুঃখে,বিপদে-আপদে এক-বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষের  সাহায্যে এগিয়ে যান কোন দ্বিধা ছাড়াই। নেই কোন ভেদাভেদ নেই কোন বিদ্বেষ। সেই আবহমান কাল থেকেই অতিথিপরায়ণতার এক অনন্য ও উজ্ব্বল নিদর্শন আমাদের এই ছোট্ট গ্রামটি।

বর্তমানে উন্নত জীবন যাপনের আশায় অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে শহরে পাড়ি জমাচ্ছেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। অনেকে বিশেষ করে যুবকেরা জীবন সংগ্রামের প্রতিযোগীতায় যোগ দিতে পাড়ি জমিয়েছেন নিজ দেশ ও পরিবার ছেড়ে সুদূর বিদেশে ।  যে যেখানেই  থাকুক না কেন নিজ গ্রামের প্রতি আকর্ষণ বিন্দুমাত্র কমেনি একফোটাও। সম্প্রীতির এক অনন্য নিদর্শন নিয়ে এই গ্রাম আজও সমহিমায় দাঁড়িয়ে আছে  কালিদাস পাহাড়িয়া নদীর তীরে