মাহেন্দ্রা গ্রাম বেলপুকুরিয়া ইউনিয়ন
আমাদের গ্রামের আবস্থান বেলপুকুরিয়া ইউনিয়নের উত্তরপশ্চিমে। পূর্বে পুঠিয়া থানা অর্ন্তভুক্ত ছিল। বর্তমানে বেলপুকুর থানার অর্ন্তভুক্। এখানে মহেন্দ্রো নামে কোন শাষক ছিল লোক মুখে শোনা যাই।এই জন্যে এ গ্রামের নাম মাহেন্দ্রা।আব্দুল মান্নান,খোস মোহাম্মদ,সুমাত আলি,আব্দুস সোবহান,আব্দুল হাকিম মাহেন্দ্রা গ্রামের মুক্তিযুদ্ধা।
আব্দুর রহমান সাহেব এখানে একটি পাটকল স্থাপন করেছেন। প্রয়োজনে ০১৭৭৩৯২৬১৭৮