মাদ্রাসাপাড়া গ্রাম খালিশা চাপানী ইউনিয়ন

মাদ্রাসাপাড়া গ্রাম খালিশা চাপানী ইউনিয়ন

পরিচিতিঃ আমার গ্রামের নাম  মাদ্রাসা পাড়া। এটা  নীলফামারী জেলার ডিমলা থানার  ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওতাধীন। আমরা সাধারণতপাড়া বলি।

অবস্থানঃআমার গ্রাম একটি আদর্শ ও সুন্দর গ্রাম। এ গ্রামের পশ্চিমের গ্রামকে বলে  ডাঙ্গাপাড়া পূর্বে ডালিয়াটারি দক্ষিণে খালুয়াপাড়া ও উত্তরে সরকার পাড়া।

শিক্ষা প্রতিষ্ঠানঃ এ গ্রামে একটি ফাযিল মাদ্রাসা  যার নাম হল “খালিশা চাপানী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা”ও একটি প্রাথমিক বিদ্যালয় যার নাম “খালিশা চাপানী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়” সাথে ২ টি শিশুশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

নামকরণঃ খালিশা চাপানী ফাযিল মাদ্রাসার নাম অনুসারে এই এলাকাটির নাম হয়েছে মাদ্রাসাপাড়া।

গ্রামের অবস্থাঃ এই গ্রামটিতে বর্তমান প্রজন্ম সবাই শিক্ষিত। গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এবং কর্মঠ। এই গ্রামের মানুষগুলো নিজ গ্রামে থেকে অর্থ উপার্জনে খুব বেশি আগ্রহী। গ্রামে কিছু অবস্থাসম্পন্ন মানুষ রয়েছে যারা খুব সবলম্বী এবং দ্বীনদার।

ধর্মীয় জাতিঃ এই গ্রামে জাতিগত দিকথেকে মুসলিম ছাড়া অন্য কোনো জাতির মানুষ নাই। অন্য ধর্মাবলম্বী আছে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে।

বাজারঃ এই  গ্রামে একটি বাজারও রয়েছে যার নাম নতুন বাজার। বাজারটি মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের সাথে। গ্রামের মানুষগুলো এখান থেকে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করে। বাজারটি প্রতিদিন বেশ জমজমাট হয়।

সর্বশেষঃ পরিশেষে বলা যায় বাংলাদেশের মধ্যে আমার গ্রামটি একটি আদর্শ গ্রাম