মন্দভাগ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মন্দভাগ গ্রাম কায়েমপুর ইউনিয়ন

মন্দ অর্থ মৃদু, ধীর এবং বাক>বাগ> ভাগ এভাবেই বিবর্তিত হয়েছে। মাদলা থেকে নয়নপুর হয়ে বিজনি নদী (মানচিত্রে বুড়িনদী) মন্দভাগ বাজারে এসে। নদীটি মৃদু বা অল্প বাঁক নিয়েছে বলেই গ্রামের নাম মন্দভাগ । অন্যমতে, মন্দ’ অর্থ কম বা খারাপ, ভাগ অর্থ অংশ। পূর্বপুরুষদের কাছে উত্তরাধিকাররা কম অংশ হিসেবে গ্রামটি পেয়েছিল। শেষ মতটি অধিক গ্রহণযােগ্য।